পেটের ভেতরে ২৩৩ মুদ্রা

0
55

বাংলা খবর ডেস্ক:
পেটে তীব্র ব্যথা নিয়ে এক রোগী চিকিৎসকের কাছে গিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, ওই ব্যক্তির পেটে ধাতব বস্তু আছে। পরে অস্ত্রোপচার করে বের করা হয় ২৩৩টি ধাতব মুদ্রা। আরও ছিল নখ, ব্যাটারি, চুম্বক, ধাতব স্ক্রু ও কাচের টুকরা। অবাক করা এ ঘটনা ঘটেছে তুরস্কে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি গণমাধ্যম।

তুরস্কের ওই নাগরিকের বয়স ৩৫ বছর। শল্যচিকিৎসক বেনিসি বলেন, আমরা ওই ব্যক্তির পাকস্থলী পুরোপুরি পরিষ্কার করেছি। এই অস্ত্রোপচার তার জীবনে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন ডা. বেনিসি।

তিনি বলেন, সচরাচর এমন ঘটনা দেখা যায় না। যদিও দু-একজন রোগী আসেন, তারাও শিশু, কারাবন্দি ব্যক্তি, নির্যাতনের শিকার ব্যক্তি বা মানসিকভাবে সুস্থ নন- এমন মানুষ। কিন্তু তার মতো পুরোপুরি সুস্থ-স্বাভাবিক ও প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির এমন অবাক করা সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসা বিরল।

তবে তুরস্কের ওই ব্যক্তি কেন ও কীভাবে ২৩৩টি ধাতব মুদ্রা, নখ, ব্যাটারি, চুম্বক, ধাতব স্ক্রু, কাচের টুকরা খেলেন, সে ব্যাপারে জানা যায়নি। চিকিৎসকেরা শুধু জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here