‘ওরা বল পাঠায় স্টেডিয়ামের ছাদে, আমরা কোনোরকমে সীমানা পার করি’

0
71

বাংলা খবর ডেস্ক:
ওয়ানডেতে বাংলাদেশের সামর্থ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। উইন্ডিজের মাটিতে সদ্যই জিতেছে ওয়ানডে সিরিজ। দুই ম্যাচে স্বাগতিকরা পাত্তাই পায়নি। কিন্তু এর আগে টাইগারদের খুব বাজেভাবে হারতে হয়েছে টেস্ট আর টি-টোয়েন্টিতে। এই দুই ফরম্যাটে বাংলাদেশের সামর্থ্য বরাবরই প্রশ্নবিদ্ধ। টেস্টে নেই ‘মানসিকতা’ আর টি-টোয়েন্টিতে নেই বড় শট খেলার সামর্থ।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিয়মিত ধুঁকতে থাকা দলকে ট্র্যাকে ফেরাতে পারবেন বলে আত্মবিশ্বাসী প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গায়নায় বুধবার দ্বিতীয় ওয়ানডে শেষে টিভিতে ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে যদিও ফল পক্ষে আসেনি, তবে আমাদের উন্নতি হচ্ছে। দুটি ম্যাচে ১৬০ রান স্পর্শ করেছি। এই জায়গাটায় আমরা উন্নতির চেষ্টা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ের ধরন নিয়ে আমরা কাজ করছি। ‘

ডমিঙ্গো আরও বলেন, ‘এটা বুঝতে মহাকাশ বিজ্ঞান লাগে না যে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা শারীরিক আকৃতিতে আমাদের চেয়ে বড়। ওরা বল পাঠায় স্টেডিয়ামের ছাদে, আমরা কোনোরকমে সীমানা পার করি। শক্তি তাই একটি বড় ব্যাপার। রান করার ভিন্ন পথ খুঁজতে হবে আমাদের। লিটন দাসের মতো ক্রিকেটাররা হয়তো বিগ হিটার নয়, তবে ফাঁকা জায়গা বল পাঠানোর স্কিল তো আছে। রিয়াদ এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল পাঠাতে পারে। এই জায়গাগুলোয় তো আমরা আরও উন্নতি করতে পারি। আমরা বল মেরে খুব বেশি দূরে পাঠাতে পারি না, কারণ জাতিগতভাবেই আমরা ছোটখাটো। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here