বাংলাদেশের বোলিং নিয়ে চিন্তিত দ.আফ্রিকা

0
51

বাংলা খবর ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডসকে ৯ রানে হারায় বাংলাদেশ।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ালেও শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।

জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দেখেছেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার। বাংলাদেশ দলের বোলিংয়ের প্রশংসা করেন বাউচার বলেন, বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে ব্যাটিংয়ে কিছুটা ধাক্কা খায়। পরে তাদের বোলিং বেশ ভালো হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এখন সব ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। আমরা এখন নতুন ভেন্যুতে (সিডনি) যাব। আশা করি, বৃষ্টি দূরেই থাকবে। যাতে আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারি এবং নিজেদের স্কিলের প্রদর্শনী করতে পারি।

মার্ক বাউচার বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান, বোলার আছে। যারা আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here