বাংলাদেশ ম্যাচ ভেসে গেলে বিপদে পড়বে ভারত

0
47
বিরাট কোহলি

বাংলা খবর ডেস্ক:
আবহাওয়া অফিস বলছে আগামীকাল বুধবার অ্যাডিলেডের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। সর্বোচ্চ দুই মিলিমিটার বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে বৈরী আবহাওয়ার কারণে তৈরি হয়েছে শঙ্কা। বৈরী আবহাওয়ার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সেমিফাইনালে খেলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারত।

ম্যাচ শুরুর ঠিক আগের দিন সন্ধ্যায় ‍বৃষ্টি হয় অ্যাডিলেডের ওভালে। আগামিকাল সন্ধ্যায়ও বৃষ্টির শঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ভারত-বাংলাদেশ ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে যাবে বিরাট কোহলিদের।

ভারতের পরের ম্যাচ মেলবোর্নে জিম্বাবুয়ের বিপক্ষে। মেলবোর্নের আবহাওয়া অ্যাডিলেডের চেয়েও খারাপ। সেখানে বৃষ্টির কারণে একাধিক ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বুধবার ভারতের ম্যাচ ভেস্তে গেলে চার ম্যাচে ভারতের পয়েন্ট হবে পাঁচ। সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে সেমিতে চলে যাবে ভারত। কিন্তু সেখানেও বাধা হতে পারে বৃষ্টি। কারণ মেলবোর্নে ইতিমধ্যে বৃষ্টির জন্য একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে।

আগামী রোববার জিম্বাবুয়ের বিপক্ষেও যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে ভারতের পয়েন্ট হবে পাঁচ ম্যাচে ছয়। আপাতত যা পরিস্থিতি, তাতে ভারতের গ্রুপে ছয় বা তার বেশি পয়েন্টে থাকতে পারে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের। তখন রান রেটে যারা এগিয়ে থাকবে তারা সেমিতে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here