সাকিব-তামিমরা যেন মাঠ থেকে অবসর নিতে পারে: মাশরাফি

0
73

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এখন অবধি মাশরাফি অবসর নেননি জাতীয় দল থেকে। চলতি বিপিএলে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ৩৯ বছর বয়সে নেতৃত্বের পাশাপাশি বল হাতেও ভালো করছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। যে কারণে একদিন আগে মোহাম্মদ আশরাফুল বলেছেন, মাশরাফির জাতীয় দলে ডাক পাওয়া উচিত।

তবে মাশরাফি বলেছেন, কোন প্রত্যাশা নিয়ে তিনি বিপিএলে খেলতে আসেননি। তার কোন প্রত্যাশা নেই। এই বয়সে ক্রিকেট খেলার কারণ অর্থ-কড়িও নয়। শুধু তিনি খেলতে ভালোবাসেন, বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই খেলে যাচ্ছেন। সঙ্গে অন্য কাজও (সংসদ সদস্য) উপভোগ করছেন বলে জানান তিনি।

মাঠ থেকে অবসর নেওয়া প্রসঙ্গে ম্যাশ জানান, মাঠ থেকে বিদায় নেওয়ার ব্যাপারে বোর্ডের (বিসিবি) কাছে থেকে কোন প্রত্যাশা করেন না তিনি। তবে সাকিব-তামিমদের মতো ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় দেখতে চান তিনি। মাশরাফি বলেন, ‘যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক কিছু ত্যাগ করেই সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা মধ্য বয়সে আছে, তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা পায়, আমাদের দেশ থেকে এতটুকু সম্মান নিয়ে যেতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here