রাসায়নিক বোমা প্রমাণিত হলে আসাদ সরকারের ওপর হামলা : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

0
406

আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ায় রাসায়নিক হামলা প্রমাণিত হলে আসাদ সরকারের ওপর যুক্তরাজ্যের হামলা চালানো উচিত বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

সম্প্রতি সিরিয়ার বেসামরিক ব্যক্তিদের ওপর দেশটির সরকার রাসায়নিক হামলা চালিয়েছে বলে পশ্চিমা দেশগুলো দাবি করছে। এ দাবি প্রমাণিত হলে দামেস্কের বিরুদ্ধে সামরিক হামলায় আমেরিকার সঙ্গে ব্রিটেনও অংশ নেবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভ রাসায়নিক হামলার ঘটনাকে ভুয়া খবর হিসেবে অভিহিত করেছেন।

যদি সিরিয়ার বেসামরিক ব্যক্তিদের ওপর রাসায়নিক হামলার ঘটনা ঘটে এবং তা নিশ্চিতভাবে প্রমাণিত হয় তাহলে দামেস্কের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ব্রিটেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানান জনসন।

সূত্র : স্কাই নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here