সিরীয় সংকট: পূর্ব ঘৌটায় নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে

0
113

আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় সহিংস পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, পূর্ব ঘৌটায় সরকারিবাহিনীর হামলায় এ পর্যন্ত ৮০৫ জন নিহত হয়েছেন।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সহায়তায় সরকারিবাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় হামলা চালায়। এতে নিহত হয়েছেন ৮০৫ জন। নিহতদের মধ্যে অন্তত ১৭৮ শিশু রয়েছে।

সংস্থাটি জানায়, দামেস্কের কাছে অবস্থিত পূর্ব ঘৌটায় সরকারিবাহিনী ব্যাপক গোলাবর্ষণ করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক মাসের অস্ত্রবিরতির দাবি জানানো সত্ত্বেও তুমুল লড়াই চলছে সেখানে। মঙ্গলবার বিমান হামলায় অন্তত ২৪ বেসরকারি লোক নিহত হয়েছেন।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটিতে মস্কোর একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৩৯ আরোহী নিহত হন।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here