৭ মার্চ উপলক্ষে জেদ্দা কনস্যুলেটে প্রবাসী সমাবেশ

0
533

সৌদি আরব প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ, ২০১৮ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা কর্তৃক কনস্যুলেট প্রাঙ্গনে এক কর্মসূচির আয়োজন করা হয়।

এ ব্যাপারে জেদ্দা কনস্যুলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬.৫০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী কনস্যুলেটের উর্দ্ধতন কর্মকর্তাগণ কর্তৃক পাঠ করে শোনানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর ৭ মার্চ ভাষণের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

পরবর্তীতে ৭ মার্চের উপর কবিতা আবৃত্তি ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, মিডিয়া কর্মী ও সমাজকর্মীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সর্বস্তরের বাঙালি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here