রাশিয়ায় হামলা চালালে বিপর্যয় নেমে আসবে মানবসভ্যতায় : পুতিন

0
176

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাশিয়ার ওপর কেউ যদি হামলার চেষ্টা করে তাহলে এমন কড়া জবাব দেওয়া হবে, যার ফলে মানবসভ্যতায় বিপর্যয় নেমে আসবে।

তিনি আরো বলেন রাশিয়াকে কেউ ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলে, পাল্টা হামলা চালানোর বৈধ অধিকার আছে রাশিয়ার। আমাদের দেশের ওপর হামলা চালানো হলে মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে।

পুতিন আরো বলেন, তার দেশের ওপর পারমাণবিক হামলা না চালানো হলে কখনোই অন্য কোনো দেশের ওপর পারমাণবিক হামলা চালানো হবে না।

তবে রাশিয়ায় কেউ পারমাণবিক হামলা চালালে পাল্টা জবাব দেবে মস্কো। এমনকি সেই জবাব দেওয়ার জন্য রাশিয়ার মাটিতে অন্যদের পারমাণবিক হামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here