নড়াইল এক্সপ্রেস সুপার সিক্সেও সুপার

0
130
ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের শুরু থেকেই দারুণ ছন্দে মাশরাফি বিন মর্তুজা। এই আসরে হ্যাটট্রিকসহ এখনো সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। তাছাড়া তার বোলিং জাদুতে সুপার সিক্সেও আবাহনী এগিয়ে চলছে দুরন্ত গতিতে। সব মিলিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) জুড়ে উড়ছে মাশরাফির তারুণ্য।

ডিপিএলের সুপার সিক্সে আজ মাশরাফির আবাহনী ২৬ রানে শেখ জামালের কাছে হারলেও ফতুল্লার এই ম্যাচে বল হাতে উজ্জ্বল নড়াইল এক্সপ্রেস। ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ১ মেডেনসহ তিনি তুলে নিয়েছেন ৩টি উইকেট।

এদিন শেখ জামাল ক্লাব টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে। ব্যাটিংয়ের শুরুটা দারুণ করে শেখ জামাল ক্লাব। দুই ওপেনার সৈকত আলী ও ভারতীয় উম্মুক্ত চাদ গড়ে তুলেন ৯০ রানের জুটি। ৫৬ রান করে সৈকতের বিদায় নেন।

এর পরে মাশরাফি-তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় রানের সম্ভবনা জাগিয়েও ২৫৬ রানে থামে শেখ জামালের ইনিংস। আবাহনীর হয়ে তিন উইকেট শিকার করেন মাশরাফি। এছাড়া সমান দুটি করে উইকেট নেন তাসকিন ও মিরাজ। পরে মাশরাফির আবাহনী ২৩০ রানে অলআউট হলে শেখ জামাল ম্যাচ জিতে ২৬ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here