রোহিঙ্গা বিষয়ে মিয়ানমার সেনাপ্রধানের মন্তব্যের সমালোচনা জাতিসংঘ মহাসচিবের

0
242
epa05571702 A file picture made available on 05 October 2016 shows United Nations High Commissioner for Refugees (UNHCR) Antonio Manuel de Oliveira Guterres informs the media about the Launch of UNHCR's global Statelessness campaign during a press conference at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, 903 November 2014. According to reports, Guterres is set to be confirmed as new UN Secretary General by a formal vote of the UN Security Council on 06 Ovctober 2016. EPA/SALVATORE DI NOLFI
epa05571702 A file picture made available on 05 October 2016 shows United Nations High Commissioner for Refugees (UNHCR) Antonio Manuel de Oliveira Guterres informs the media about the Launch of UNHCR’s global Statelessness campaign during a press conference at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, 903 November 2014. According to reports, Guterres is set to be confirmed as new UN Secretary General by a formal vote of the UN Security Council on 06 Ovctober 2016. EPA/SALVATORE DI NOLFI

বাংলা খবর ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সেনাপ্রধানের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের কোন মিল নেই বলে সেনাপ্রধান বক্তব্য দেয়ার পর তিনি এ সমালোচনা করলেন। খবর এএফপি’র।

গুতেরেস বলেন, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে সেনা মোতায়েন করা নিয়ে জেনারেল উ মিন অং হাইংয়ের বক্তব্যের খবরে তিনি ‘স্তম্ভিত’।জাতিসংঘ মহাসচিব মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে দেশটির নেতাদের প্রতি আহবান জানান।

সোমবার মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে এক সমাবেশে মিন রোহিঙ্গাদের ‘বাঙ্গালী’ হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের জাতিগোষ্ঠীগুলোর কোন সাংস্কৃতিক মিল নেই।’ মিন বলেন, ‘বাঙ্গালীরা মিয়ানমারের নাগরিকত্ব চাওয়ায় উত্তেজনা বেড়েছে।’

উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরুর পর থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘ দেশটির সেনাবাহিনীর এ অভিযানকে জাতি নিধন অভিযান হিসেবে অভিহিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here