মাননীয় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী : অভিনন্দন আপনাকে

0
459

সোহেল হায়দার চৌধুরী

রাজধানীতে বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহন প্রতিষ্ঠানের শত শত গাড়িতে এক বা একাধিক জানালার কাঁচ না থাকায় প্রতিদিন হাজার হাজার যাত্রীকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। যাত্রীরা রোদ-বৃষ্টি-ঝড়ে যথেষ্ট কষ্টশিকার করে চলাচল করছেন। এ নিয়ে বাস বাসচালক, কন্ডাক্টর বা হেলপারকে বলে কোনো ফল পাওয়া যাচ্ছে না। বিআরটিএ বা ট্রাফিক বিভাগ দেখেও না দেখে আছে। ফলে ঝড়-বৃষ্টির দিনে এ বিষয়ে আপনার পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
রাজধানীতে জাবালে নূর, রবরব, গ্যালাক্সি, সুপ্রভাত, বলাকা, পরিস্থান, আশীর্বাদ, বিহঙ্গ, মিরপুর লিংক, বিকল্প, ল্যামস, নিউভিশন, স্বজন, দেওয়ান, মেট্রো লিংক, ভিক্টর, বন্ধু, গ্রামীণ, খাজা বাবা, হিমাচল, স্বাধীন, সিটিবাস, আকিক, ঢাকা পরিবহন, আয়াতসহ শতাধিক প্রতিষ্ঠানের হাজার হাজার গাড়ি চলছে।
রাজধানীর গণপরিবহনে যাত্রীদের স্বার্থসংরক্ষণ কতটা হচ্ছে সেটা দেখভাল করা হলে জনগন উপকৃত হবে এবং কৃতজ্ঞ থাকবে।

সাধারণ সম্পাদক, ডিইউজে
৩১ মার্চ, ২০১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here