ম্যানসিটি এক জয় দূরে শিরোপার

0
103
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুধবার লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এর আগে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে তারা। এই জয়ে ম্যানচেস্টার ডার্বি জিতে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাচ্ছে সিটিজেনরা।

আগামী ৭ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যানসিটি। আর ম্যাচটি জিতলেই পেপ গার্দিওলার শিষ্যদের হাতে উঠবে প্রিমিয়ার লিগ শিরোপা।

শনিবার গুডিসন পার্কে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে ম্যানসিটি। মাত্র ৪ মিনিটে ডেভিড সিলভার হেড থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে নেন লেরয় শেন। কেভিন ডি ব্রুইনের পাস থেকে ১৩ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস করেন দ্বিতীয় গোল। বিরতির কিছুক্ষণ আগে ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ৩৮ মিনিটে সিলভার ক্রস থেকে রহিম স্টারলিং করেন দলের তৃতীয় গোল। বিরতির পর ৬৪ মিনিটে একটি গোল শোধ দেয় এভারটন, তবে ম্যানসিটির জয় ছিনিয়ে নিতে পারেনি স্বাগতিকরা।

প্রিমিয়ার লিগে এটি ছিল গার্দিওলার ৫০তম জয়। আর তৃতীয় দল হিসেবে এক লিগ মৌসুমে ১৯ দলের সবাইকে হারানোর কৃতিত্ব দেখালো ম্যানসিটি। এভারটন এদিন ম্যানসিটির শিকার হওয়ার আগে ২০০৬ সালে চেলসি ও ২০১১ সালে ম্যানইউ এই মাইলফলক স্পর্শ করেছিল।

শনিবার আগের ম্যাচে ম্যানইউ ২-০ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে। রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সানচেজের গোলে জিতে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। ৮৪ পয়েন্ট নিয়ে পরের ম্যাচে শিরোপা জয়ের লক্ষ্যে নগর প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করবে এক নম্বর দল ম্যানসিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here