নিছক প্রতিবাদ জানানোর আগে ফিলিস্তিন সীমান্তে জামায়াতে নামাজ আদায় করছিল ফিলিস্তিনি যুবকরা। তারা যখন সিজদায় অবনত তখন ইসরায়েলি স্নাইপারদের গুলি এসে লাগে এক যুবকের পায়ে। তাকে সাহায্যের জন্যে যখন এগিয়ে আসে অন্যরা তখন সিজদায় অবনত আরেকটি যুবককে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এধরনের ১’শ স্নাইপার সীমান্তে মোতায়েন করেছে ইসরায়েল, বলে জানায় দেশটির মিডিয়া হারেৎজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সেনাদের এধরনের গণহত্যার ভূয়সী প্রশংসা করেছেন। এধরনের হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে জাতিসংঘে আলোচার বিরুদ্ধে ভেটো প্রয়োগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ফিলিস্তিনিরা সন্ত্রাসী।

ইসরায়েলি সেনাদের এধরনের গুলিতে অন্তত ১৭ জন মারা গেছে। সহস্রাধিক আহত হয়েছে। গত ৩০ মার্চ ভূমি দিবস উপলক্ষে গাজা ও ইসরায়েলি সীমান্তে এধরনের হত্যাকাণ্ড চালায় ইসরায়েলি সেনারা। ওই দিন হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ সীমান্তে বিক্ষোভের জন্যে সমবেত হয়। আর বিনা উস্কানিতে তাদের ওপর উপুর্যুপরি গুলি চালায় ইসরায়েলিরা। ৪০ বছর আগে ফিলিস্তিনি ভূমি দখল করে নেওয়ার প্রতিবাদে এ ভূমি দিবস পালন করে ফিলিস্তিনিরা।

আল-জাজিরা জানায়, রাফায় নামাজরত ওই ফিলিস্তিনি যুবকদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। ওই দুই যুবক পরে মারা যায়। ভিডিওতে দেখা যায় তারা সেখানে নামাজ পড়ছিল। তাদের এ নামাজের দৃশ্য ধারণ করছিলেন এক সাংবাদিক। আর তাতেই ইসরায়েলি সেনাদের এ গুলির দৃশ্য ধরা পড়ে। ইয়াহু নিউজ আদিল আবু তাহার এ খবরটি প্রকাশ করেছে স্টোরিফুলের বরাত দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here