শাস্তির বিরুদ্ধে আপিল করবেন না স্মিথ

0
116

কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি ঘটনায় ৩ অজি ক্রিকেটারকে শাস্তি দেয় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ)। এ ঘটনায় ১ বছরের জন্য নিষিদ্ধ হন অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আর ৯ মাসের জন্য নিষিদ্ধ হন ক্যামেরুন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে এ তিন ক্রিকেটারের। কিন্তু বুধবার নিজের টুইটারে স্মিথ লিখেন, সর্বস্ব দিয়ে আমি এটা পেছনে ফেলতে চাই ও আবার দেশের প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমি যেটা বলেছিলাম, অধিনায়ক হিসেবে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি।
আমি এ শাস্তিকে চ্যালেঞ্জ জানাতে চাই না। শাস্তির মধ্য দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আমাকে একটি কঠিন বার্তা পাঠিয়েছে এবং আমি সেটা আমি গ্রহণ করেছি। কেপ টাউনে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিং করে ক্যামেরায় ধরা পড়েন ব্যানক্রফট। পরে এর দায় স্বীকার করেন স্মিথ। পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট দোষী প্রমাণিত হন ও শাস্তির মুখে পড়েন। কিন্তু ৩ ক্রিকেটারের এ শাস্তিকে মেনে নিতে পারেনি অজি ক্রিকেটারদের সংগঠন ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। তারা এ শাস্তি কমানোর দাবি করে। এর আগে বল টেম্পারিংয়ের শাস্তি হিসেবে স্মিথকে এক টেস্ট নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সাথে ম্যাচ ফির পুরোটা জরিমানা করা হয়। আর ব্যানক্রফটের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করে আইসিসি। তবে এ শাস্তির বিপক্ষে আপিল করবেন কিনা সে বিষয়ে এখনো কিছু জানাননি ওয়ার্নার ও ব্যানক্রফট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here