আঙ্কারায় পুতিন, রুহানি, এরদোগানের বৈঠক

0
126

সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনায় বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আজ তুরস্কের আঙ্কারায় এই বেঠক শুরু হওয়ার কথা রয়েছে। সাত বছর ধরে চলা সিরিয়া গৃহযুদ্ধ দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে। সঙ্কট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এ অবস্থায় এ তিন নেতা পরিস্থিতিকে কতটা স্বাভাবিকে নিতে পারবেন সে দিকে তাকিয়ে আছে সচেতন মহল। বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই আঙ্কারা পৌঁছেন পুতিন।
ওইদিন রাতেই পৌঁছেন রুহানি। নভেম্বরের পর এটাই দ্বিতীয়তার তারা এমন বৈঠকে বসছেন। এখানে উল্লেখ্য, ইরান, রাশিয়া উভয় দেশই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে সমর্থন করছে। অন্যদিকে উদারপন্থি বিরোধী পক্ষকে সমর্থন করছে তুরস্ক। ফলে আসাদপন্থি ইরান ও রাশিয়ার সঙ্গে বিরোধীদের পক্ষাবলম্বনকারী তুরস্কের এই বৈঠককে অনেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। গত বছরও তারা বেশ কয়েকবার এমন আলোচনায় বসেছিলেন। আবার আলাদাভাবে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমাগত ভাল হচ্ছে। ২০১৭ সালের ডিসেম্বরে এস-৪০০ আকাশপথে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনাবেচার বিষয়ে একটি চুক্তির কাছাকাছি পৌঁছে যায়। ইস্তাম্বুলের কুলতুর ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রধান মেনসুর আকগুন মনে করেন, ইরান, তুরস্ক ও রাশিয়া এই তিনটি দেশ ক্রমাগত একে অন্যের কাছাকাছি হচ্ছে। সিরিয়ায় তারা প্রভাবশালী হলেও সেখানে তাদের কারো কোনো স্বার্থ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here