বিএনপিকে চালাচ্ছে কারা: ওবাদুল কাদের

0
105

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈধ সরকার দেশ চালাচ্ছে কিন্তু বিএনপিকে চালাচ্ছে কারা?’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৫ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের যুব ও ক্রীড়া উপকমিটির মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বর্তমান সরকারকে চালাচ্ছে কারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাচ্ছে বৈধ সরকার। এখানে কোন অজানা-নেপথ্য শক্তি আবিষ্কার করেছে, সেই শক্তিটা আমরা জানতে চাই। দেশ অস্থির-অশান্তি তৈরির কত পাঁয়তারা বিএনপি করবে? বিএনপি কে চালাচ্ছে? এক দলে এত রূপ কেন? টেমস নদীর পাড় থেকে কেউ কি সুতা টানে?’
নির্বাচনের আগে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘নির্বাচনের আগে কেউ যেন অরাজকতা-অশান্তি তৈরি করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে। দেশে-বিদেশে বৈঠক করে চক্রান্ত করা হচ্ছে। অত্যন্ত ঠান্ডা মাথায় অগ্রসর হতে হবে। দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন আচরণ করা যাবে না। উপকমিটির সদস্য হয়ে এলাকায় নিজেদের ভিজিটিং কার্ড করে মানুষকে দিয়ে নিজের নামে প্রচারণা চালানো যাবে না। নৌকার জন্য কাজ করতে হতে। দলের মনোনীত প্রার্থীর জন্য কাজ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিকের নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এখানে প্রথমে অন্য কিছু ধারণা করা হয়েছিল। পরে জানা গেল ঘটনা অন্য। তাই এসব ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট, কোনো বিষয়ে না জেনে মন্তব্য করা যাবে না।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু এবং সদস্যসচিব হারুনুর রশিদসহ উপকমিটির অন্যান্য নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here