১৪০ বছর আগে ফাঁসির সাজা পাওয়া একজন আসামিকে ক্ষমা করে দিয়েছে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট। আয়ারল্যান্ডের একটি পরিবারের পাঁচজন সদস্যকে হত্যা করার অভিযোগে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এই ব্যক্তিকে।
বৃহস্পতিবার আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিংস এই আসামিকে ক্ষমা করে দেন। আয়ারল্যান্ডে এমন আসামিকে ক্ষমা করার ঘটনা এবারই প্রথম।
আয়ারল্যান্ডের ম্যামট্রাসনা শহরের একটি পরিবারের ৫ জন সদস্যকে হত্যা করার অভিযোগে ১৮৮২ সালের ডিসেম্বরে মাইলস জয়েস ফাঁসিতে ঝোলানো হয়।
এই ফাঁসি কার্যকর করার কিছুক্ষণ আগেই এই ঘটনার মূল হোতা দুইজন পুলিশের কাছে নিজেদের আত্মসমর্পণ করে এটা দাবি করেছিল যে জয়েস একদম নির্দোষ ছিলেন। তবে ‘যথেষ্ট প্রমাণের অভাবে’ তার ফাঁসি কার্যকর করা হয়েছিল।
সেসময় পুরো আয়ারল্যান্ড জুড়ে এটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল।
তদন্তে বেরিয়ে আসে, জয়েস ইংরেজি না বুঝলেও তার শুনানি ইংরেজিতেই হয়েছিল। এরপর ২০১৫ সালে আইরিশ সরকার জয়েসকে সম্মান জানিয়ে তার নির্দোষ হওয়ার বিষয়টি সকলের সামনে তুলে ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here