কথা রাখেনি বার্সেলোনা। গত আসরে রিয়াল মাদ্রিদকে সম্মাননা জানাবেন বলে কথা দিয়েছিল বার্সা। কিন্তু দেয়নি কাতালানরা। লা লিগায় দ্বিতীয় এল ক্লাসিকোর আগে লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গেলে এক দল আরেক দলকে ‘গার্ড অব অনার’ দেয়। দাঁড়িয়ে সম্মান জানায় প্রতিপক্ষ দলকে। কিন্তু রিয়াল মাদ্রিদকে গত আসরে ‘গার্ড অব অনার’ সম্মাননা না দেওয়ায় এবার বার্সাকেও রিয়াল ‘গার্ড অব অনার’ দেবে না। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান এমনটাই জানিয়েছেন।
রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার দ্বিতীয় এল ক্লাসিকোর আগে এবার বার্সার লা লিগা নিশ্চিত হয়ে যাবে এটা মোটামুটি নিশ্চত। আর তাই রিয়াল কোচকে প্রশ্নের মুখোমুখি হতে হলো-বার্সাকে ‘গার্ড অব অনারে’ ভূষিত করবে কিনা। প্রশ্নের জবাবে জিদান বলেন, ‘আমি জানি না, আমাকে আর কতবার প্রশ্ন করা হবে। তবে আমার উত্তর পরিস্কার। আমি ‘গার্ড অব অনার’ বুঝিনা। চলতি মৌসুমের এখনো অনেক বাকি। এটা হচ্ছে না।’
এরপর রিয়াল কোচ বলেন, ‘বার্সেলোনা নিয়ম ভেঙেছে। এটা নিয়ে আমরা আর কথা বলতে চাচ্ছি না। আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সামনের ম্যাচ নিয়ে চিন্তা করছি। তারা চলতি মৌসুমে অনেক ভালো লেখছে। সেখানেই তারা খেলুক না কেন তারা সম্মান প্রত্যাশা করে। আমরা এই ম্যাচটা তিন পয়েন্ট পাওয়ার জন্যই খেলব।’
এরআগে ১০ বছর আগে রিয়ালকে ২০০৮ সালে গার্ড অব অনার দিয়েছিল বার্সেলোনা। এরপর আবার রিয়ালের সামনে গার্ড অব অনার পাওয়ার সুযোগ ছিল। তবে দেয়নি বার্সা। তবে এটা বাধ্যতা মূলক কোন নিয়ম নয়। দল যদি সম্মত থাকে তবে তারা গার্ড অব অনার জানাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here