ব্রিটেনের বিরোধীদল লেবারপার্টির নেতা জেরেমি করবিন ভবিষ্যতে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশটি থেকে অনেক ইহুদি অন্যত্র চলে যাবেন। এমন মন্তব্য করে এক সিনিয়র ইউরোপিয় রাব্বি পিনচাস গোল্ডসচিমিট বলেছেন, ব্রিটিশ লেবার পার্টি বা ফ্রান্সে ন্যাশনাল ফ্রন্ট নির্বাচনে জয়লাভ করলে এ দুটি দেশে ইহুদিরা তাদের ভবিষ্যত সম্পর্কে নিরাপত্তার অভাব বোধ করলে অন্যত্র চলে যেতে পারে। এধরনের ইহুদির সংখ্যা সহস্রাধিক হতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন। টাইমস অব ইসরায়েল
ব্রিটিশ লেবার পার্টির মধ্যে যে ইহুদি বিদ্বেষের অভিযোগ রয়েছে দলটির নেতা জেরেমি করবিন সেব্যাপারে যথাযথ উদ্যোগ নেননি বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল সম্পর্কে তার অতীত বক্তব্য ও ইসরায়েল বিরোধীদের সঙ্গে সম্পর্কের কারণেও তাকে বিতর্কিত বলা হচ্ছে।
এর আগে ব্রিটিশ ইহুদি ঔপনাসিক হাওয়ার্ড জ্যাকবসন তার এক মন্তব্যে বলেন, তিনি অনেক অদৃশ্য শত্রুর ছায়ায় বসবাস করছেন এমন পরিস্থিতি টের পাচ্ছেন। তারপরও তিনি মনে করেন এখনো ব্রিটেন ইহুদিদের বাস করার জন্যে এক চমৎকার দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here