সারাদেশে ৫ দফা দাবিসহ কোটা সংস্কারের আন্দোলন সম্পর্কে জনপ্রশাসন সচিব ড: মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেছেন, বিদ্যমান কোটা ব্যবস্থার পরিবর্তনের কোনো ইচ্ছা সরকারের নেই।
সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন জনপ্রশাসন সচিব। তিনি বলেন, মেধাবিদের সুযোগ দেওয়ার জন্যেই কোটা ব্যবস্থা করা হয়েছে। যারা আন্দোলন করছে তারা না বুঝেই তা করছে।
জনপ্রশাসন সচিব বলেন, ৩৩ তম বিসিএসে এই ব্যবস্থার কারণে ৭৭ দশমিক ৪০ শতাংশ প্রার্থী মেধার কোটায় নিয়োগ পেয়েছেন। ৩৫তম বিসিএসে ৬৭ দশমিক ৪৯ শতাংশ এবং ৩৬তম বিসিএসে ৭০ দশমিক ৩৮ শতাংশ মেধা কোটায় নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন সচিব বলেন, প্রাধিকার কোটায় নিয়োগের ক্ষেত্রেও মেধাবীরাই নিয়োগ পাচ্ছেন। মুক্তিযোদ্ধার সন্তান কোটার মধ্যে যারা মেধাবী তারাই নিয়োগ পাচ্ছেন। এ সময় তিনি পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেন।
এর আগে মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম মন্ত্রীসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনেও প্রায় একই ধরণের বক্তব্য দেন। তিনি বলেন, কোটার যোগ্য প্রার্থী না পেলে মেধাবীদের মাধ্যমে পূরণের যে সিদ্ধান্ত হয়েছে তাতেই ইতিমধ্যে একটি সংস্কার হয়ে গেছে।
সরকারি সূত্রে জানা গেছে, আজকের মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিতভাবে কোটা নিয়ে আলোচনা হয়। সেখানে কোটা নিয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা বিশ্লষণ চেয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রীসভার বৈঠকের পরই কোটা নিয়ে দুই সচিবের এই ব্যাখ্যা এলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here