বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেশ ভুগেছেন। নাসিরের বেলায়ও সেই আশঙ্কা দেখা দিয়েছিল। আশঙ্কাই সত্যি হলো। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নাসির হোসেনের। পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার তো লাইবেই। সেরে উঠতে সময় লাগবে আরো ছয় মাস।
নাসির যেভাবে স্পিন বল করেন এবং ব্যাটিং করেন তাতে লিগামেন্টে গুরুতর এই সমস্যা হওয়ার কথা না। ক্রিকেট খেলতে গিয়ে হয়ওনি চোটটা। হয়েছে ফুটবল খেলতে গিয়ে। বাংলাদেশে ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঝে মধ্যে যেমন শখের ফুটবল খেলেন। সেই শখের ফুটবলে কপাল পুড়েছে নাসিরের। এমআরআইয়ের রিপোর্ট থেকে দেখা গেছে লিগামেন্ট ছিড়ে গেছে তার।
বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নাসিরের লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে গেছে এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। কোথায় এবং কোন ডাক্তারের নিকট অস্ত্রোপচার করালে ভালো হবে এ নিয়ে যোগাযোগ করছেন তারা। এ ধরণের চোট থেকে খেলায় ফিরতে সাধারণত ছয় মাস সময় লেগে যায়।
বাংলাদেশে এ ধরণের চোটে খুব কম সংখ্যক ক্রিকেটার পড়েছেন। জাতীয় দলের মধ্যে দীর্ঘদিন চোটটি বয়ে বেড়িয়েছেন মাশরাফি। এবার চোটে পড়লেন নাসির। অস্তোপচারের আগে নাসিরকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। তারপর যেতে হবে ডাক্তারের ছুরির নিচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here