কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন চলাকালে প্রতিষ্ঠানটির উপাচার্যের বাসভবনের হামলায় রহস্যের গন্ধ পাচ্ছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘এ হামলা পরিকল্পিত। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসে প্রবেশের দশ মিনিটের মাথায় হামলা হয়। বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও ভিসির বাসভবনে দুই ঘণ্টব্যাপী হামলা রহস্যজনক।’
‘সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি ভিন্নখাতে নিতেই সরকারী এজেন্টদের দিয়ে ভিসির বাসভবনে হামলা হয়েছে কি না এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে’, বলেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারের আলোচনায় বসাকে তামাশা হিসেবে আখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রথমে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানো হলেও এখন আবার আলোচনায় বসলেন সেটিও তামাশার। তামাশা এজন্য যে, আলোচনায় বসার পরেও হুমকি দেওয়া হচ্ছে ফুটেজ ধরে বেছে বেছে গ্রেপ্তার করার জন্য। অর্থাৎ এটি আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরী প্রার্থীদেরকে ভয় দেখানোর জন্য।’
রিজভী অভিযোগ করেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকদের সেবা থেকে বঞ্চিত করাসহ নানাভাবে কষ্ট দেওয়া হচ্ছে। এমনকি সরকারি মেডিক্যাল বোর্ড খালেদা জিয়াকে অর্থপেডিক বেড দেওয়ার সুপারিশ করলেও এখন পর্যন্ত সেটি সরবরাহ করা হয়নি।
জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সরকারের দাবির সমালোচনা করে রিজভী বলেন, ‘গতকাল বিশ্বব্যাংক বলেছে, দেশে বিনিয়োগ স্থবির, রপ্তানি আয় কমছে, সকল খাতে প্রবৃদ্ধিও নেতিবাচক। তাহলে জিডিপি বাড়লো কীভাবে, এ প্রশ্ন করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক আরো বলেছে-জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ এর বেশি হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here