স্বপ্নবাঁজ প্রবাসী

0
552

রবিউল আউয়াল

মাগো, কেমন আছো তুমি?
আমি স্বপ্নবাঁজ প্রবাসী ভাল আছি।
শুধু তোমার জন্য কাঁদে আমার হৃদয় ভূমি।
মাগো, আমার কথা ভেবো না আর,
তোমার খোকা বেশ থাকে, ভালো থাকলে তুমি।
জানি আমার জন্য কষ্ট যে হয়।
আমি, স্বপ্নবাঁজ, ছেড়ে তোমার আঁচল,
প্রবাস জীবন কাটে পাথর বেঁধে হৃদয়।
দিন যে শেষ কাটে না আর নিশি,
বেদনার ঢেউয়ে উপচে পরে জল।
মাগো, নিশি জেগে থেকো না আর,
ঔষধ খেতে ভুল করো না।
খাবার, ঘুম আর ঔষধ নিয়ে অবহেলা যে নয়;
হলে, তোমার কোলে আর আসবো না।
প্রবাসেই যাবো মরে,
খুঁজে পাবে না যে আর খোকা রে,
মাগো, তুমি ছাড়া কে আছে আমার?
তোমার ভালবাসা ফেলে থাকি প্রবাসে,
তুমি না থাকলে যে ভালো, বাঁচবো কিবা আঁশে?
তুমি দোয়া করো তোমার স্বপ্নবাঁজ খোকা,
তার স্বপ্ন পূরণ করে বলতে পারে বুকে ফিরে,
মাগো, আমি খোকা যে এসেছি!
তোমার বুকে জড়িয়ে ধরো।
তোমাকে ছেড়ে প্রবাসে আর যাবো না।
প্রবাস জীবন আমার!
চিনতে পারে আজ ভালবাসা তার।
তোমার মতো কেউ বাসে না।
মাগো, সবাই চায়, প্রবাসে থাকি!
শুধু তুমি বলো আমি কেমন আছি?
কষ্ট হয় নাকি?
আমি তোমার স্বপ্নবাঁজ প্রবাসী খোকা,
আজ প্রহর গুনি কবে পাবো দেখা।

রচনাকালঃ ০৪.০১.২০১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here