জাপার মন্ত্রিদের আপাতত পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই : জাপা

0
73
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেছেন, আমার জানা মতে সহসাই জাতীয় পার্টির মন্ত্রিদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আরো বলেন, জাতীয় পার্টির মন্ত্রিরা সরকারের মন্ত্রিসভা থেকে এখন পদত্যাগ করবে বলে মনে হয় না। আমি এ ব্যাপারে কিছুই জানি না।

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে আপনাদের দলের মন্ত্রিরা কবে ও কখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারে বলে আপনি মনে করেন প্রশ্ন করলে তিনি বলেন, আমার এখন দলের মন্ত্রিদের পদত্যাগের ব্যাপারে মন্তব্য ঠিক হবে না। সময়ই ও পরিস্থিতি বলে দেবে মন্ত্রিরা সরকার থেকে কখন পদত্যাগ করবে।

জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তিনি মন্ত্রী পদ মর্যার পদ থেকে পদত্যাগ না করে দলের মন্ত্রীদের একাধিকবার পদত্যাগ করার কথা বলছেন। এরশাদের দ্বিমুখী এ আচরণে দেশের রাজনৈতিক অঙ্গণে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে জাপার মহাসমাবেশ থেকে মন্ত্রিসভা ছাড়ার ঘোষণা দিয়ে এরশাদ চমক দেখাতে পারেন বলে দেশের রাজনৈতিক বিশ্লেষকগন মনে করেছেন। কিন্তু এরশাদের কাছ থেকে জাপার মহাসমাবেশে মন্ত্রিসভা থেকে দলের মন্ত্রিদের ত্যাগের কোনো ঘোষণা আসেনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদে আসীন হয়েছেন ২০১৪ সালের ১২ জানুয়ারি। ২০১৪ সালের সেপ্টেম্বরে জাপার সংসদীয় দলের মন্ত্রিসভা থেকে দলের মন্ত্রিদের প্রথমবারের মন্ত্রিত্ব ছাড়ার কথা বলেছেন এরশাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here