বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ জুন মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, মো. গোলাম রব্বানী, গোলাম রব্বানী সোহেল, সাবেক যুগ্ম-সম্পাদক কামাল উদ্দিন, আজমল চৌধুরী জাবেদ, মিছবাউজ্জামান সোহেল, মো. নাসির আহমেদ শাহীন, আফজাল হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here