প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সসীমা কমিয়ে আনার একটি বিল পাস হয়েছে জাপানে। দেশটির আইনসভা ডায়েটে এই বিল পাস হয়েছে। নতুন বিল অনুযায়ী, ১৮ বছর বয়সেই প্রাপ্তবয়স্ক হবে জাপানের ছেলে-মেয়েরা। এর আগে প্রাপ্তবয়স্ক হতে হলে ২০ বছর বয়স পূরণ হওয়ার বাধ্যবাধকতা ছিল।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাস থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সসীমা কমানোর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বিয়েতে। ১৮৭৬ সালের পর এই প্রথম দেশটির আইনে এমন পরিবর্তন করা হলো।

বর্তমানে জাপানে ২০ বছর বয়স হলে বাবা-মার অনুমতি ছাড়াই বিয়ে করা যায়। তবে এর আগেও বিয়ে করার বিধান আছে। ১৮ বছর বয়স হলে যে কোনো ছেলে বাবা-মার অনুমতি নিয়ে বিয়ে করতে পারে। মেয়েদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৬ বছর। নতুন আইন হওয়ায় ১৮ বছর বয়স পূর্ণ হলেই যে কোনো ছেলে-মেয়েকে প্রাপ্তবয়স্ক বলে বিবেচনা করা হবে। এর ফলে বিয়েতে বাধা হতে পারবেন না বাবা-মা’ও।

নতুন আইনে বলা হয়েছে, ১৮ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো ছেলে-মেয়ে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া বাবা-মার অনুমোদন ছাড়াই ঋণের আবেদন করতে পারবেন তাঁরা। প্রাপ্তবয়স্ক হলে ১০ বছর মেয়াদি পাসপোর্ট পাওয়ার জন্যও আবেদন করা যাবে।

জাপানে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বেশ কিছু বিধি-নিষেধের বেড়াজালে আটকে থাকতে হয় ছেলে-মেয়েদের। এর মধ্য আছে, মদ্যপান না করা, ধূমপান না করা ইত্যাদি। প্রাপ্তবয়স্ক না হলে জুয়া খেলা ও সন্তান দত্তক নেওয়াতেও নিষেধাজ্ঞা আছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সসীমা কমানোর ফলে জাপানে জন্মহার বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, দেশে এখন বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি। বিয়ের বয়স কমানোয় এর সমাধান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here