শিশুসন্তানকে নিয়ে সিনেট চেম্বারে প্রবেশের নতুন নিয়ম জারির বিষয়ে সম্মত হয়েছে মার্কিন সিনেট। ডেমোক্রেট সিনেট সদস্য ট্যামি ডাকওয়ার্থের সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহ পরই এ সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন নীতিটি সিনেটে সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।
সিনেট রুলস কমিটি চেয়ারম্যান রয় ব্লান্ট জানান, সন্তানের মা-বাবা হয়ে তাদের বড় করে তোলা খুব সহজ কোনও দায়িত্ব না। আর তাই সিনেটের নিয়মগুলোর মাধ্যমে বিষয়টিকে কঠিন করে তোলা একেবারেই অনুচিত। আমি খুবই আনন্দিত যে মা-বাবা হওয়া সিনেট সদস্যদের প্রয়োজন বুঝতে আমরা সকলে সক্ষম হয়েছি।’
এর আগে, ৫০ বছর বয়স্ক সিনেটর ডাকওয়ার্থ গত সপ্তাহে তার দ্বিতীয় মেয়ে সন্তান মাইলের জন্ম দেওয়ার পর থেকেই সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সদ্যজাত সন্তানকে সময় দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
নতুন নীতির বিষয়ে এক বিবৃতিকে তিনি বলেন, আমি সিনেট রুলস কমিটিসহ সকল সদস্যের প্রতি গভীর আন্তরিকতা ও ধন্যবাদ জানাচ্ছি। কেননা, নতুন মা-বাবার কথা চিন্তা করে মার্কিন সিনেটকে ২১শতকের যোগ্য করে তুলতে সহায়তা করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here