মাত্র দুইদিনে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড গড়েছে নিশো ও তিশার ‘এক বৈশাখ’। নববর্ষের দিন (শনিবার) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় নাটকটি। এরপর তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয় নাটকটি। মুক্তির ৪৮ ঘন্টা যেতে না যেতেই এটি প্রায় ১০ লাখ দর্শক দেখেছেন।
নাটকটির নির্মাতা তুহিন হোসেন এবং গল্প লিখেছেন সারোয়ার রেজা জিমি। এবারই প্রথম তানজিন তিশাকে নিয়ে পরিচালক বিশেষ এই নাটক নির্মাণ করেছেন।
মাত্র দুইদিনে এতো ভিউ হওয়ায় দারুণ উচ্ছ্বসিত পরিচালক তুহিন হোসেন, ‘কাজ যখন দর্শকরা পছন্দ করেন তখন নির্মাতার আনন্দের সীমা থাকে না। ইউটিউব ভিউ নিয়ে আমার তেমন মাথাব্যথা কোনোদিনই ছিল না। তাই বুস্ট কি জিনিস আমি জানি না। এতো কম সময়ে ১০ লাখ ভিউ আমার মত প্রচারবিমুখ মানুষের জন্যে বেশ বড় পাওয়া।
কারণ বৈশাখের আয়োজনে ‘এক বৈশাখে’ যে আপনাদের আনন্দ অনুষঙ্গ হবে তা আসলেই ভালো লাগার। কিছু ভুল স্বীকার করে বলছি সামনে নিজেকে শুধরে আরও ভাল কিছু উপহার দিব।’ নাটকটি নিয়ে তিশা ও নিশোও ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here