আমি যে কাজটিই করেছি সেটিই স্পেশাল। শুধু টাকার জন্যই কখনো অভিনয় করিনি। আগামীতেও করবো না। একটি নাটকের গল্প ও চরিত্র যখন পছন্দ হয় তখনই সেই কাজটি করি। বলতে পারি, ভালো কাজগুলোর মধ্য থেকে বেছে বেছে বেশি ভালো কাজটাই আমার করা হয়- নিজের কাজ প্রসঙ্গে এভাবেই বললেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি আরো বলেন, স্ক্রিপ্টের সঙ্গে আমি নাটক বা টেলিছবিটি কে পরিচালনা করবেন সেটিও দেখি। কারণ, একজন ভালো নির্মাতাই একটি স্ক্রিপ্ট পর্দায় সঠিকভাবে চিত্রায়ণ করতে পারেন। এই অভিনেত্রী বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে ঈদের জন্য অনিমেষ আইচের ‘গিফট’, সোহেল রানা ইমনের ‘মেঘ পিয়নের চিঠি’সহ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন বলে জানান। আগামীকাল থেকে শুরু করবেন ঈদের জন্য সাগর জাহানের ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিং। এদিকে আগামী মাসের ১০ তারিখের পর থেকে ভাবনা শুটিং শুরু করবেন ‘গুলনেহার’ নাটকের শুটিং। এটি তার লেখা প্রথম উপন্যাস ‘গুলনেহার’ অবলম্বনে নির্মাণ হবে। নাটকটি নির্মাণ করবেন অনিমেষ আইচ। এই নাটকে বেশ চমক থাকছে বলে জানান ভাবনা। তিনি বলেন, অনেকে হয়তো ভাবছেন এই নাটকে প্রধান চরিত্রে আমি অভিনয় করবো। কিন্তু সেটি আমি করছি না। তবে এরই মধ্যে কে অভিনয় করছেন সেটি নির্বাচন করেছি। শুটিং শুরু করেই তার নাম সবাইকে জানাতে চাই। তার আগ পর্যন্ত এটি সবার জন্য চমক থাকুক। ভাবনা এই সময়ের নাটকের হালচাল নিয়েও কথা বলেন আলাপনে। তার ভাষ্য, আমাদের এখন অনেক ভালো নাটক নির্মাণ হচ্ছে। প্রতিযোগিতার মধ্য দিয়েই এই নাটকগুলো হচ্ছে বলে আমি মনে করি। পাশের দেশে আমরা যখন যাই সেখানে তারা আমাদের নাটকের কথা বলে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের নাটক দর্শকরা দেখে। নাটক ভালো না হলে নিশ্চয়ই এই দর্শকরা আমাদের নাটক দেখতেন না। আর একটি বিষয় হলো আমাদের দেশেই শুধু সিঙ্গেল নাটক নির্মাণ হচ্ছে। যেটি আমাদের পাশের দেশ কিংবা অন্য কোথাও নেই। সত্যি বলতে, আমরা সিনেমার ক্ষুধা নাটকে মিটাই। ভাবনার সমসাময়িক এবং তার সিনিয়র অনেকেই টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। তার কাছে জানতে চাওয়া হয় টিভি অভিনেত্রীদের মধ্যে কার অভিনয় ভালো লাগে? এই প্রশ্নর উত্তরে তিনি বলেন, জয়া আহসান আপুর অভিনয় আমার ভালো লাগে। তবে তিনি এখন ছোট পর্দায় কাজ করেন না। সেই কারণে ছোট পর্দায় এখন আমার প্রিয় অভিনেত্রী হলেন নুসরাত ইমরোজ তিশা আপু। কিন্তু তিনিও বড় পর্দায় এখন বেশি কাজ করছেন। জয়া আহসান ও তিশার সূত্র ধরে ভাবনার চলচ্চিত্রের খবর জানতে চাওয়া হয়। গেল বছর ‘ভয়ংকর সুন্দর’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এই ছবির নয়নতারা চরিত্রটি দিয়ে দর্শকের মনে দাগ কাটেন তিনি। কিন্তু এই ছবির মুক্তির দীর্ঘদিন পরেও এখনো নতুন কোনো ছবিতে ভাবনাকে দেখা যায়নি। তবে নতুন ছবি নিয়ে এ অভিনেত্রী জানালেন তার পরিকল্পনার কথা। ভাবনা বলেন, শুটিং শুরু করার আগ পর্যন্ত কোনো নতুন ছবির বিষয়ে কিছু বলতে পারছি না। ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে নয়নতারা চরিত্রে আমার অভিনয় করার সুযোগ ছিল। সেটার মতো যদি আবার কোনো চরিত্র পাই তাহলে দর্শক অবশ্যই আমাকে নতুন চলচ্চিত্রে পাবে। আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই। ভালো একটি চরিত্রের অপেক্ষায় আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here