ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, কয়েকটি রাজনৈতিক দল তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি ঠিক করেছে। এ সময় তার অবর্তমানে দলের নেতৃত্ব কার হাতে যাবে, তা ঠিক করে রেখেছেন বলে জানান তিনি।

পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল ‘জি টোয়েন্টি ঘটনা’কে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বলেন, আমার কাছে তথ্য আছে, কয়েকটি রাজনৈতিক দল, আমি তাদের নাম বলব না, তারা আমাকে হত্যার চেষ্টা করছে। অর্থের বিনিময়ে ভাড়াটে খুনি ঠিক করেছে। কিন্তু আমি ভয় পাইনি। পুলিশ তাকে অধিক নিরাপদ সরকারি বাংলোয় থাকার পরামর্শ দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিজের একতলা ভবনে থাকছেন মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরও সরকারি বাংলোয় না ওঠায় পুলিশকে তার নিরাপত্তা নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here