হাকিকুল ইসলাম খোকন: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলার ইশতেহার ঘোষণার পরিকল্পনা ও নিউক্লিয়াস সিরাজুল আলম খান ১৮মে শুকরবার সকাল ১০:৩০ মিনিট নিউইয়র্কের জেএফকে আর্ন্তজাতিক বিমান বন্দরে টার্কিস এয়ার বাসে সাইপাস থেকে নিউইয়র্কের জেএফকে আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছলে এ সময় তাকে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্ররনেতা কর্মীসহ প্রবাসীরা সিরাজুল আলম খানকে ফুলেল অভ্যর্থনা জানান। উলেলখ্য, এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যুক্তরাষ্ট্রসহ মুক্তিযোদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাদর অভ্যার্থণা জ্ঞাপন করেছেন। এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসীদরে পক্ষ থকেে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কন্দ্রেীয় কমটিরি আর্ন্তজাতকি বষিয়ক সম্পাদক হাজী আনোয়ার হোসেন লিটন এবং সাধারন সম্পাদক সামসুউদ্দিন আহমেদ শামীম, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনসহ প্রবাসী নেতৃবৃন্দ।। খবর বাপসনিউজ। সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসেবে শিক্ষাঙ্গণে সুখ্যাতি লাভ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন তিনি ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাতীয় রাষ্ট্র বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপলবী পরিষদ নামেও পরিচিত। এই উদ্যোগে তার প্রধান সহযোগী ছিলেন আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। ১৯৬২-৭১ পর্যšত ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে তৎকালিন নিউক্লিয়াস। আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং ‘বিএলএফ’ এবং সামরিক ‘জয়বাংলা বাহিনী।’ ৬৯-৭০ সালে গণআন্দোলনের চাপে ভেঙ্গে পড়া পাকিস্তান শাসনের সমান্তরালে নিউক্লিয়াস-এর পরিকল্পনা অনুযায়ী সংগঠন করা হয় ছাত্র-বিগ্রেড, কৃষক-বিগ্রেড, সার্জেন্ট জহুর বাহিনী। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ‘জয় বাংলাসহ সকল শ্লোগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাক্যগুলোর সংযোজনের কৃতিত্ব নিউক্লিয়াসের। এ পরিকল্পনা গ্রহণে সিরাজুল আলম খানের মুখ্য ভূমিকা ছিল। বাপসনিউজ। দশেে অসুস্থকালনি তার খোঁজ খবর নয়োর জন্য তনিি প্রবাসীদরে ধন্যবাদ জানয়িছেনে । নিউইয়র্ক অবস্থানকালনি তার সাথে যোগাযোগ ৩৪৭-৩২৩-৪৪৭০/৬৪৬-২৬০-৪২১২/৭১৮-৮৬৪-৯৫৪৮-৯১৭-৫৪৪-৭২৭১/৬৪৬-২০৯-৫৮৫১/৭০২-৪২৭-৩০৭৬/৭১৮-৯২৬-৫৩৩৮/৭১৮-৬৭৯-১৪১৭/৯১৭-৮৩৭-৪৭০০ এবং ৯১৭-৪০০-৪০৬০। তিনি একমাস নউিইর্য়কে অবস্থান করবনে বলে জানা গছে।
ছবিতে বা থেকে ৩য় সিরাজুল আলম খান,পাশে বাথেকে সামসুউদ্দিন আহমেদ শামীম, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সিরাজুল আলম খান দাদাভাই এবং হাজী আনোয়ার হোসেন লিটনকে দেখছেন।
সিরাজুল আলম খান নিউইয়র্কে , বিমান বন্দরে অর্ভ্যথনা জানিয়েছেন জেএসডি যুক্তরাষ্ট্র শাখা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here