রাজাসিটি

0
1688

সালেহ বিপ্লব
ঠা ঠা রইদে ঘামতাছিলাম জাপান গার্ডেন সিটি
হুরুশ কইরা সামনে আইসা থামলো রাজাসিটি।
সুরুত কইরা উইঠা গেলাম বাসটা পুরাই খালি
কখন জানি চইলা গেলাম স্বপ্নে নোয়াখালী!
এমনে আমি কখনোই তো ঘুম যাই না বাসে
ঘুমটা হঠাৎ ভাইঙ্গা গেলো অচেনা সুবাসে!
চোখ মেইলা দেখি তুমি বইসা আছো পাশে
তব্দা খাইয়া বেহুঁশ হইলাম সেই দুপুরে বাসে।
বিষয়টা কী বুঝার লাইগা ঝাঁকায়া নিলাম মাথা
হয়তো আমার হাত ছুঁইছে তোমার জামার হাতা।
ভাবখান যা লইলা তুমি আমি মরি ত্রাসে
সরি বইলা চাইপা গেলাম
মনে মনে খুব গাইলালাম
ওই ছেমড়ি তোর রূপ দেইখা না, ক্র্যাশ খাইছি বাসে
এইখানে তুই কেন বইছিস, এত্তো জায়গা বাসে?
ঘুম ভাঙ্গাইলি ভেংচি দিলি কী কাম আমার পাশে?
ধুপুস কইরা দিমুনি কিল? আবার দেহি হাসে!
ফাগুন মাসের আউলা বাতাস
ঘটাইয়া গেলো কী সর্বনাশ!
সুবাসিত সুহাসিনী আসলে খুব সুভাষিণী
একুইশ খানা সূর্য ওঠে যখন নাকি হাসে
নিয়মিত যাত্রী হইলাম মোহাম্মদপুরের বাসে
সুন্দরী তোর রূপ দেইখা না, অন্তরের সুবাসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here