শুক্রবার (১৫ জুন) ভোর ৫টায় এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী খালেক এন্টারপ্রাইজের সঙ্গে ঢাকাগামী শ্যামলী এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালেক এন্টারপ্রাইজের চালক, হেলপারসহ কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন হলেও দ্রুত সসময়ের মধ্যে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নেয়।

পরে সড়কে দায়িত্বরত পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেকের চালক মারা যায়। তার নাম পরিচয় পাওয়া না গেলেও তিনি বাসের চালক বলে যাত্রীরা জানিয়েছেন।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের সহকারী প্রশাসক স্বপন কুমার মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here