সাতকানিয়া (চট্টগ্রাম) : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলার ৪০টি গ্রামের মির্জাখিল দরবার শরিফের অনুসারীরা আজ ঈদ উদযাপন করবে। সাতকানিয়া উপজেলার মির্জাখিল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখিল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেলাপাড়াসহ ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করবেন। এ ব্যাপারে মির্জাখিল দরবার শরিফের পরিচালনা কমিটির সচিব মাস্টার বজলুর রহমান জানান, সৌদি আরবের দিনক্ষণ আমরা অনুসরণ করি, সে অনুযায়ী রোজা ও ঈদ একই নিয়মে পালন করে আসছি।

শরীয়তপুর : সুরেশ্বর পীরের অনুসারীরা আজ চার উপজেলার ৩০টি গ্রামে ঈদ পালন করবেন। শত বছর ধরে বাংলাদেশের একদিন আগে চাঁদ দেখার দিন সুরেশ্বর পীরের সব ভক্ত ও তাদের মুরিদানেরা একই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছেন। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চণ্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, প্রেমতলা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষ ঈদের নামাজ আদায় করবেন। সকাল সাড়ে ১০টায় ঈদুল ফিতরের প্রধান ঈদের জামাত সুরেশ্বর দরবার শরিফে অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে ইমামতি করবেন সুরেশ্বর দরবার শরিফের গদিনীশীন মোতাওয়াল্লি সৈয়দ মো. বেলাল নূরী।

চাঁদপুর ও ফরিদগঞ্জ : চাঁদপুরের মতলব উত্তর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার প্রায় ৪০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হবে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৮৯ বছর ধরে একদিন আগে ঈদ পালন করে আসছেন। জেলার যেসব গ্রামে একদিন আগে ঈদ উদযাপিত হবে সেগুলো হল- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোবিন্দপুর, লক্ষ্মীপুর, মূলপাড়া, বদরপুর, কড়ৈতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।

টেকেরহাট ও কালকিনি (মাদারীপুর) : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুরেশ্বরীর ভক্ত-অনুসারীরা মাদারীপুরের ৫০ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ আজ ঈদুল ফিতর উদযাপন করবেন। সুরেশ্বর দায়রা শরিফের প্রধান গদিনশিন পীর খাজা শাহ সুফি সৈয়দ নূরে আক্তার হোসাইন জানান, বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঈদুল ফিতর উদযাপন করছে। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, কুনিয়া, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, আউলিয়াপুর, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্টিসহ মাদারীপুর জেলার চারটি উপজেলার ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ঈদুল ফিতর উদযাপন করবেন।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও কালকিনির আন্ডারচর খানকায় শরিফ মাঠে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চরকালিকাপুর ঈদের জামাতে ইমামতি করবেন মৌলভি আবুল হাসেম মাস্টার ও আন্ডারচর খানকা শরিফ মাঠের ঈদের জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। এসব গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে ঈদের আনন্দ।

রাঙ্গাবালী (পটুয়াখালী) : রাঙ্গাবালী উপজেলার ৬ গ্রামে ঈদুল ফিতর উৎসব উদযাপন করা হবে। প্রতিবছরের মতো এবারও কাদেরিয়া-চিশতিয়া তরিকার নির্দিষ্ট সংখ্যক অনুসারীরা ওইসব গ্রামে ঈদের নামাজ আদায় করবেন। স্থানীয়রা জানান, উৎসাহ-উদ্দীপনার মধ্যে রাঙ্গাবালী ইউনিয়নের পশুরবুনিয়া, নিজ হাওলা, সেনের হাওলা, চর যমুনা, ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী ও কোড়ালিয়া গ্রামের পাঁচ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করবেন। তারা কাদেরিয়া-চিশতিয়া তরিকার চট্টগ্রাম চন্দনাইশ জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারী।

কাদেরিয়া-চিশতিয়া তরিকার অনুসারী রাঙ্গাবালী জাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন শাহিন বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা ওইদিন ঈদ উদযাপন করি। সকাল ৮-৯টার মধ্যে উপজেলার নির্ধারিত স্থানগুলোয় ঈদের নামাজ আদায় করা হবে।

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া ও চালিতাবুনিয়া, লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া, মাঝিবাড়ি ও নিশানবাড়িয়া, মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া, আরামগঞ্জ ও সাফাখালী, টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের এবং কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্রি, স্লুইজ ঘাট ও বাদুরতলী এলাকার ১০ হাজার মানুষ ঈদ উদযাপন করবে। স্থানীয়ভাবে তারা ‘চানটুপির’ লোক হিসেবে পরিচিত। কলাপাড়া শহরের নাইয়াপট্রি এলাকার বাসিন্দা মো. রুস্তুম আলী জানান, কাদেরিয়া তরিকার অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর রোজা ও ঈদ পালন করেন। অন্য মুসলমানদের চেয়ে আমরা একদিন আগে রোজা রেখেছি। সে হিসেবে একদিন আগে ঈদ উদযাপন করব।

উপজেলার লালুয়া ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা মো. হাফেজ আরিফুর রহমান। এছাড়া তেগাছিয়া, লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া গ্রামের মাঝিবাড়ি খানকা, কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি জামে মসজিদ ও ধানখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মঠবাড়িয়া (পিরোজপুর) : উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে সুরেশ্বর পীরের অনুসারী ছয় শতাধিক পরিবারের সদস্যরা শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায় করবে। ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন জানান, সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান ও দুই ঈদ পালন করে থাকে।

বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আজ তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ২৩নং ওয়ার্ডে ‘তাজকাঠি জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ’ প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আবদুল আলীম। এছাড়া পৌর এলাকার ২৩নং ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২৬নং ওয়ার্ডে হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ এবং ২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এসব জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এছাড়াও বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রামে হাফেজ লোকমান শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামে পতাং শাহ্সুফি মমতাজিয়া মসজিদ প্রাঙ্গণ, মেহেন্দিগঞ্জের তালুকদারচর গ্রামে তালুকদারচর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফা বাড়ি, খানপুরা জাহাঙ্গীর শিকদারের বাড়ি, মাধবপাশা ইউনিয়নের সাদেক দুয়ারী বাড়ি, কেদারপুর ইউনিয়নে আবদুল মন্নান হাওলাদারের বাড়িতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা জেলার কয়েকটি স্থানে একদিন আগে ঈদ উদযাপন করা হবে।

সুত্র: যুগান্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here