বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র ফুটবল লীগ-২০১৮ উদ্বোধন ২৪ জুন

0
894

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র আয়োজনে প্রতিবছরের মতো এবারও মাঠে গড়াবে নিউইয়র্কের ফুটবল লীগ-২০১৮। চলতি বছরের ফুটবল লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে ‘এক্সিট কার এন্ড লিমোজিন সার্ভিসেস’।আগামি ২৪ জুন রোববার বিকেলে সিটির এলমহার্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। উল্লেখ্য, বিগত চার বছর ধরে অর্থাৎ ২০১৪ সাল থেকে লীগের পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। লীগের শীর্ষ চার দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবারের লীগে নিউইয়র্কসহ ট্রাইষ্টেটের ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- ব্রঙ্কস ইউনাইটেড, ব্রঙ্কস ষ্টার, সিল্ক সিটি নিউ জার্সী ওজনপার্ক ,সোনার বাংলা, আইসাব , যুব সংঘ, উবাইয়া, ব্রাদার্স এলায়েন্স।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সকল কর্মকর্তাকে যথাসময় মাঠে উপস্হিত থাকতে অনুরোধ জানিয়েছেন সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ রশিদ রানা । সিটির কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে ৯০-২৫, ৫৬ এভেনিউ এ্যালমাষ্ট নিউইর্য়ক-১১৩৭৩। বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here