টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ৬জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

যাত্রীরা জানান, ট্রাকে অবস্থান করা শ্রমিকরা প্রাণ আরএফএল কোম্পানিতে চাকরি করেন। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশে রওনা দেন। টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনসুর আলী আরিফ জানান, ভোরে থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬ জন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here