রোববার বোল্টন এক বিবৃতিতে জানান, ‘আমি বুধবার রাশিয়া সফরে গিয়ে পুতিনের সাথে ২০১৬সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নতুন করে এ বিষটি আবারো উদ্বেগের সৃষ্টি করেছে। তবে রাশিয়া আমাদের নির্বাচনে কোন প্রকার হস্তক্ষেপ করেনি বলে তিনি দাবি করেছেন।’

উল্লেখ্য, গতমাসের ১২তারিখে উত্তর কোরিয়ার নেতা কিম-জং উনের সাথে ট্রাম্পের একটি ঐতিহাসিক বৈঠকের পর পুতিনের সাথে আরো একটি ঐতিহাসিক বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে। এ মাসের ১৬ তারিখ ফিনল্যান্ডের হেলসিংকিতে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে বলে সম্প্রতি মস্কো সফর শেষে বোল্টন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here