প্রায় দুই সপ্তাহ ধরে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

উদ্ধারকর্মীরা সকাল ১০ টার দিকে গুহায় প্রবেশ করেছেন। উদ্ধারকারী দলের প্রধান নারোংসাক ওসাতানাকর্ন গুহার পাশে সমবেত সাংবাদিকদের জানিয়েছেন, ধারণা করা হচ্ছে প্রথম দলটিকে বের করে আনতে প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে। রাত নয়টার দিকে তাদের বের করে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ফুটবল দলটির পরিবারের সদস্যদের অভিযানের বিষয়ে জানানো হয়েছে। গুহার আশেপাশে শুধুমাত্র ডুবুরির দল, চিকিৎসক কর্মী এবং নিরাপত্তা বাহিনীরা অবস্থান করছে বাকি সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কিভাবে তাদের বেড় করা আনা হবে সে সম্পর্কে এখন কিছু জানায়নি কর্তপক্ষ।

রবিবার ওসাতানাকর্ন সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধারকারী দল যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। অভিযান শুরুর আগে ডুবুরিদের দল প্রায় ৩ থেকে ৪ দিন অনুশীলন করেছেন। রবিবার ভোর থেকেই চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিলেন ডুবুরিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here