তবে আইডি সম্পর্কে রিপোর্ট করার পর সেটি বন্ধ করে দেয়া হয়েছে। ইনস্টাগ্রামে তার প্রায় ছয় লাখ ফলোয়ার রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, এক তরুণী, যার ছবি অস্পষ্ট করে দেয়া, কাঁদছেন ও কেঁপে কেঁপে উঠছেন। তিনি নিজের ভিডিও পোস্ট করার উদ্দেশ্য ব্যাখা করেছেন।

তিনি বলেন, এটা মনোযোগ আকর্ষণের জন্য পোস্ট করিনি। আমার কিছু ফলোয়ার রয়েছে। তাদের জন্য দিয়েছি। অন্যদের একই কাজে উৎসাহিত করার ইচ্ছা আমার নেই।

তিনি বলেন, আমি কোনো দলের সঙ্গে কাজ করি না। কোনো প্রশিক্ষণও গ্রহণ করিনি। কিন্তু আমি নিয়মিত জিম করি। তবে তিনি নিজের নৈতিক স্খলনের কথা স্বীকার করেছেন।

তাকে আটকে পর তার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার অ্যাকাউন্ট স্থগিত করে দেয়ার পরেও সবার কাছে সেই ভিডিও পৌঁছে গেছে। হোসেন রোনাগি নামের এক ব্লগার বলেন, নাচের জন্য ১৭-১৮ বছরের তরুণীকে গ্রেফতারের কথা শুনলে বিশ্বের যে কেউ হাসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here