অস্ট্রেলিয়ার রাজনীতিতে বড় একটি ঝড় বয়ে যাচ্ছে। দলীয় বিদ্রোহের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তার স্থানে এসেছেন স্কট মরিসন। এবার নেতৃত্বের এই রেষারেষিতে পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। দলের ভিতরে ভোটে ক্ষমতা হারান ম্যালকম টার্নবুল। একে অস্ট্রেলিয়ার রাজনীতিতে এক নতুন মাত্রা হিসেবে আখ্যায়িত করা হয়। দলের ভিতরে যখন এমন অবস্থা তখন পদত্যাগের কথা জানিয়েছেন জুলি বিশপ। তিনি রোববার একটি বিবৃতি দিয়েছেন। তাতে পদত্যাগের এই কথা জানিয়েছেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করলেও তিনি এমপি হিসেবে দায়িত্ব অব্যাহত রাখবেন। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছি মন্ত্রীপরিষদে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আমি পদত্যাগ করছি।
জুলি বিশপ এ পদে আছেন ২০১৩ সাল থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here