পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জাতিসংঘ মহাসচিববের

0
342

শওকত ওসমান রচি
বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সবাইকে এ চুক্তি বাস্তবায়নের চেষ্টায় সর্বশক্তি নিয়োগ করতে হবে।

পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বার্তায় গুতেরেস এ আহ্বান জানান। তিনি বলেন, শীতল যুদ্ধের অবসানের পর থেকে পরমাণু অস্ত্র পরীক্ষার বিরোধিতা শক্তিশালী হয়েছে। কিন্তু তারপরও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বাস্তবায়নের ব্যাপারে বিশ্বের দেশগুলোর মধ্যে দৃঢ়তা দেখা যাচ্ছে না।

এএফপির জানা, গুতেরেসের বার্তায় আরো বলা হয়েছে, এখন থেকে বিশ্বের আর কোনো দেশ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে না- এটাই হওয়া উচিত আজকের দিনের অঙ্গীকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here