উইঘুরদের আটক নিয়ে উদ্বেগ জাতিসংঘের

0
255

শওকত ওসমান রচি:
চীনে উইঘুর মুসলমানদের গণ-আটকে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ‘সন্ত্রাসবিরোধী অভিযানের অজুহাতে’ যাদের আটক করা হয়েছে, তাদের মুক্তি দাবি করেছে জাতিসংঘ।

বিবিসি জানায়, সম্প্রতি জাতিসংঘ জানতে পেরেছে, চীনের জিনজিয়াং প্রদেশে ‘পুনরায় শিক্ষাশিবিরে’ প্রায় ১০ লাখ মুসলমান উইঘুরকে আটকে রাখা হয়েছে। তারপর তারা উদ্বেগ প্রকাশ করে উইঘুরদের মুক্তির এ দাবি জানায়।
তবে বেইজিং জাতিসংঘের এ অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য কিছু ধমীর্য় চরমপন্থিকে পুনরায় শিক্ষাদানের জন্য আটকের কথা স্বীকার করেছে।

চীন জিনজিয়াং প্রদেশে অস্থিরতার জন্য ইসলামী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে।

চলতি মাসের শুরুর দিকে এক পযাের্লাচনায় জাতিসংঘের জাতিগত বিভেদ নিরসন কমিটির সদস্যরা জানান, তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে, বেইজিং স্বায়ত্তশাসিত উইঘুর অঞ্চলকে এমন কিছুতে রূপান্তর করেছে, যা একটি বিশাল বন্দিশিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here