ইরানে হামলাকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী প্রতিশোধ নেয়ার অঙ্গীকার

0
158

বাংলা খবর ডেস্ক :
ইরানের আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজে বর্বর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রক্তক্ষয়ী ও অবিস্মরণীয় প্রতিশোধ নেয়া হবে বলে অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। রয়টার্সের খবরে বলা হয়, রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এ অঙ্গীকার ব্যক্ত করে। একইসঙ্গে হামলায় হতাহতদের প্রতি সমবেদনাও জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, আহওয়াজ হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে ইরানের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিতে একটি বিদেশি শক্তি ও তার মিত্ররা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি তারা নারী-শিশুসহ নিরাপরাধ মানুষকে হত্যা করতেও দ্বিধা করে না। বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুর এ ধরনের কর্মকাণ্ড ইরানের কঠোর অবস্থানকে নড়বড়ে করতে পারবে না। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন ইরানের জনগণ ইসলামী বিপ্লবের মহান আদর্শের প্রতি অবিচল থাকবে। সেখানে হামলার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করে আইআরজিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here