রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি দেশে অরাজকতা করতে চাইলে তারাই রাজনীতিতে অচল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আগামী নির্বাচনে সাম্প্রদায়িকতার অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আজ বাংলাদেশে সাম্প্রদায়িকতা, অশুভ শক্তির যে বিষবৃক্ষ শাখা প্রশাখা বিস্তার করেছে, এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করবো। আমরা আগামী ডিসেম্বরের নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে বাংলাদেশকে সাম্প্রদায়িকতা ও অশুভ শক্তির করাল গ্রাস থেকে মুক্ত করবো ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এই দেশে এই মুহূর্তে মানুষ নির্বাচনমুখী। এই মুহূর্তে আন্দোলনমুখী মন-মানসিকতা ভোটারদের নেই। সবাই নির্বাচন সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে। আন্দোলন তখন হয় যখন আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান থাকে। দেশে কোথাও অসন্তোষ নেই। কোথাও জনমনে কোনো ক্ষোভ নেই। জনমনে কোনো অশান্তি নেই। অশান্তি শুধু বিএনপির, ক্ষমতাকে কেন্দ্র করে। তারা ক্ষমতা চায়। ক্ষমতাকে কেন্দ্র করে আবারও লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়।’

সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতার ক্ষুধা বিএনপিকে উন্মাদ করে ফেলেছে। তারা পাগলের প্রলাপ বকছে। দেশের শান্তি যারা বিনষ্ট করবে, যারা দেশের মানুষের জানমালের নিরাপত্তাকে জিম্মি রেখে মাঠ দখল, ঢাকা অচল করতে যাবে, জনগণ তাদেরকেই অচল করে দেবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here