জাতিসংঘের ৭৩তম অধিবেশনে উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। বৃহস্পতিবার বিকালে জাতিসংঘ সদর দফতরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের পর পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। মিটিংয়ে আলোচিত বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

পররাষ্ট্র সচিব জানান, আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি জাতিসংঘের পূর্ণ সংহতি এবং পূর্ণ সহযোগিতা রয়েছে।’ নির্বাচন বিষয়ে গুতেরেস আশা করেন, বাংলাদেশের আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে জানান, তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে গুতেরেস বলেন, অনেক দেশ এ থেকে শিক্ষা নিতে পারে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অনেক প্রশংসা করেন, বিশেষ করে রোহিঙ্গা প্রশ্নে তার অবস্থানের। ‘আপনি অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের জন্য রোল মডেল হতে পারেন’, বলেন গুতেরেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here