অপারেশন ব্রুকলিন ব্রীজ:

0
666

আবিদুর রহিম:
যে ক’টি ল্যন্ডমার্ক নিউইয়র্ক সিটির প্রতীক হিসাবে গণ্য, ব্রুকলীন ব্রীজ তার অন্যতম। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে নদীর মধ্যে কোনো পিলার ছাড়াই তৈরী করা হয়েছে এই ব্রীজ। কেবল দুই কিনারের দুটি উঁচু পিলার থেকে স্টীলের দড়ির টানা দিয়ে স্থাপিত ব্রীজটির নিউ ইয়র্কের প্রথম টানা ব্রীজ।

এরপর এই প্রযুক্তির আরো বেশ কয়েকটি টানা ব্রীজ নির্মিত হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায়। ইস্ট রিভারের উপর ব্রীজটির নির্মান কাজ শুরু হয় ১৮৬৯ সালে, আর শেষ হয় ১৮৮৩ সালে। প্রায় পৌনে দু’শ বছরের পুরনো ব্রীজটি এখনো ম্যানহাটনের ডাউন টাউন আর ব্রুকলীনের মধ্যে সংযোগ রক্ষা করে চলেছে। প্রতিদিন হাজার-হাজার গাড়ী পারাপার ছাড়াও হাজার হাজার দেশী বিদেশী দর্শনার্থী ব্রীজটি দেখতে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here