ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাইকেল

0
107

বাংলা খবর ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেল। ৪ ক্যাটাগরির এ ঝড়ে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে তীব্র ঝড়ো হওয়া ও বর্ষণ চলছে। প্রবল বৃষ্টিপাতে বেশ কিছু অঞ্চলের রাস্তা ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। মেক্সিকোর গলফ অঞ্চলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফফি। খবরে বলা হয়, মাইকেলের আঘাতে ফ্লোরিডার তাল্লাহাসি অঞ্চলে একজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সেখানে গত এক শতকে আঘাত হানা ঝড় গুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।

২৫০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়াসহ উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্নিঝড় মাইকেল। ৪ ক্যাটাগরির ঘূর্নিঝড় হিসেবে আঘাত হানলেও এখন মাইকেল ক্যাটাগরি ১ এ নেমে এসেছে। তবে এখনো এটিকে তীব্র বিপজ্জনক ঘূর্ণিঝড় বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ফ্লোরিডা ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ব্রক লং জানিয়ছেন, প্যানহ্যানডেলে ১৮৫১ সালের পর থেকে মাইকেলই সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেন, সমুদ্র উপকূলের সঙ্গে তীরবর্তী বসতিরাও ব্যপক বিধ্বংসীতার শিকার হতে যাচ্ছে। উপকূলে মাইলের পর মাইল পানি চলে আসবে। এতে বাড়ির ছাদও পানিতে তলিয়ে যেত পারে। এজন্য ফ্লোরিডার হাজার হাজার মানুষকে বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here