অসংযত

0
162

রওশন হাসান

এমন উদাস হতে আকাশকে দেখিনি কখনও
পাতায় পাতায় লোহিত রঙ
বাতাস কাঁপে তিরতির
কি যেন হারিয়ে গ্যাছে ভিড়ে অবেলায়
আমি খুঁজেছি কি তারে চেতনে অচেতনে
জানে মর্মর হৃদয় জানে, জানে উড়ন্ত কেশরাশি, অচিন কেউ l

প্রগাঢ় অভিলাষ ফিঁকে হয়ে আসে দীর্ঘমেয়াদী স্ফীত দীর্ঘশ্বাস
চোখের পরিভাষা পরিপাটি উত্তাল বহে প্রহর
এভাবেই আজ্ঞাবহ ব্যাপৃত নিখিলের আত্মাহুতি
মাটি ফুঁড়ে হ্রদনদী অকালে শুস্ক জমিন
ভ্রমান্ড জুড়ে কত জনপদ তবুও তারই তীব্র অনটন অসংযত l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here