বৈশাখ নামচা

0
165

রওশন হাসান

পায়ে পায়ে পিছু ফেলে আসা বিস্তীর্ণ পথ সমতল
আগমনী বারতায় পাখিদের কোরাসে সমুদ্যত বৈশাখ
মেঘের বিপরীতে দাঁড়িয়ে রোদের নতমুখ প্রস্থান
আকাশের কিঞ্চিৎ দৈর্ঘ্য নিয়ে বয়ে যাওয়া নদী ভাস্কর l
ভেবেছিলাম আঁকবো বিম্বিত তোমার নবান্ন মুখ
অসমাপ্ত সে ইচ্ছে পান করবে নিসর্গ চারিদিক
তুমিআমি মুখোমুখি দূরতম পরস্পরের দৃষ্টিপাঠে
আমি চেয়ে চেয়ে মিলে যাবো বেলাশেষে
গোধূলির নৈঃশব্দ্য নেমে আসা অবধি l
হৃদয়ে অনুরণন শৈশব অলিন্দে দুলে ওঠা
আমার সহস্র বিচ্ছেদ পার্বণ
সেই কবেই হয়েছে পুরাতন আচ্ছন্ন ঝরাস্মৃতি l
আমি অরণ্যময় হবো, না’হয় ফুটবো লু হাওয়ায়
নাগরঙ্গ বুণোফুল হয়ে
সব চাওয়া নাই যদি হলো মিলনামুখী স্রোতাশ্রয়
তবুও বিদীর্ণ আকুলতায় কেন স্বেচ্ছা এ পরাজয় ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here